Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিপাইনে জিম্মি কানাডীয় নাগরিক হত্যা

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনে জিম্মি করে রাখা এক কানাডীয় নাগরিককে হত্যা করেছে বিদ্রোহীরা। কয়েক মাস আগ থেকেই তিনি ওই বিদ্রোহীদের হাতেই জিম্মি ছিলেন। বিবিসি জানায়, গত বছর সেপ্টেম্বরে ফিলিপাইনের এক অবসরযাপন কেন্দ্র থেকে কানাডীয় নাগরিক জন রিডসডেল (৬৮) এবং অপর তিন ব্যক্তিকে অপহরণ করে আবু সায়াফ জিহাদি গোষ্ঠী। পরে তারা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের অর্থ না দেওয়া হলে ২৫ এপ্রিল একজন পুরুষ জিম্মিকে হত্যার কথা জানায় তারা। নিজ দেশের নাগরিক হত্যার খবর জেনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, এটি ঠা-া মাথার খুন। জানা গেছে, গত সেপ্টেম্বরে ফিলিপাইনের সমুদ্রতীরবর্তী শহর দাভাও থেকে কানাডীয় জন রিডসডেল, রবার্ট হল ও তার বান্ধবী ম্যারিটেস ফ্লর এবং নরওয়ের এক নাগরিক ও ফিলিপাইনের এক নারীকে অপহরণ করে আবু সায়াফ গোষ্ঠী। অপহৃতদের ৫০০ কিলোমিটার দূরের জলো দ্বীপে নেওয়া হয়। পরে গত নভেম্বরে এক ভিডিওতে তাদের জন্য আট কোটি মার্কিন ডলার মুক্তিপণ দাবি করা হয়। পরে বিদ্রোহীগোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়, মুক্তিপণ না দেওয়া হলে জন রিডসডেলকে হত্যা করা হবে। বেঁধে দেওয়া সময় পার হওয়ার কয়েক ঘণ্টা পরই জলো শহরের রাস্তায় দেহ থেকে আলাদা করা একজনের মাথা পড়ে থাকতে দেখা যায়। তবে এর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। জন রিডসডেলের বন্ধু বব রে বলেন, রিডসডেলকে মুক্তির জন্য ছয় মাস ধরে তাদের চেষ্টা অব্যাহত ছিল। জন রিডসডেল খনি কর্মকর্তা ও সাংবাদিক হিসেবে কাজ করেছেন। বিবিসি জানিয়েছে, ১৯৯০ সালে আল-কায়েদার অর্থায়নে গড়ে ওঠে আবু সায়াফ। ফিলিপাইনে স্বাধীন রাষ্ট্র ফ্রতিষ্ঠার দাবিতে সরকারের সঙ্গে লড়ছে এই গোষ্ঠী। সম্প্রতি তারা মধ্যপ্রাচ্যভিত্তিক গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিপাইনে জিম্মি কানাডীয় নাগরিক হত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ