Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গরিষ্ঠতা পেয়ে গেছি : মমতা

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ২১৬টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে গত সোমবার। আত্মবিশ্বাসী মমতা এদিন সন্ধ্যায় ঘোষণা দিলেন, পঞ্চম পর্বের ভোট গ্রহণের পর তার কাছে যা তথ্য, তাতে তৃণমূল কংগ্রেস এখনই গরিষ্ঠতা পেয়ে গেছে। অর্থাৎ ম্যাজিক ফিগার ১৪৮ এদিনই পেরিয়ে গেছে। বাকি দুটি পর্বে গরিষ্ঠতা বাড়তেই থাকবে। উল্লেখ্য, এদিনই বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র দাবি করেছেন, তারাই সরকার গঠন করবেন। লক্ষ্য ২০০ আসন। এর প্রত্যুত্তর পাওয়া গেছে মমতার মন্তব্যে। নির্বাচনী সভায় তিনি বলেছেন, জোট কুপোকাত হবে। সিপিএম এবার গতবারের চেয়ে অর্ধেক আসন পাবে। গত বিধানসভা নির্বাচনে ৫৯টি আসন বামফ্রন্ট পেয়েছিল। সিপিএম পায় ৪০টি। কেন এবার জোটের ভরাডুবি হবে তা নিয়ে মমতার ব্যাখ্যা, আসলে জোট হলেও কোনো বিশ্বাসযোগ্যতা সিপিএম-কংগ্রেস কর্মীদের মধ্যে নেই। কোনো কংগ্রেস কর্মীর পক্ষে অত্যাচারী সিপিএমকে ভোট দেওয়া সম্ভব নয়। সিপিএমও বিশ্বাস করে না কংগ্রেসকে। তাই কোনো দলই কেউ কাউকে ভোট হস্তান্তর করছে না। জোট নীতিহীন। এই জন্যই দুই দলেরই ফল অত্যন্ত খারাপ হবে। জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গরিষ্ঠতা পেয়ে গেছি : মমতা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ