পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
মোংলা বন্দরের পশুর নদীতে লাইটারেজ জাহাজ (কার্গো জাহাজ) থেকে পড়ে এক নাবিক নিখোঁজ হয়েছেন। তার নাম মো. আসলাম (১৯)। গতকাল মঙ্গলবার দুপুরে পশুর নদীর ইঞ্জিনিয়ারিং ঘাট এলাকায় জাহাজ থেকে পড়ে তিনি নিখোঁজ হন। পুলিশ ও জাহাজের মাস্টার (চালক) মো. হোসেন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মো. আসলাম বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেড়িখালীর বাসিন্দা মো. আল আমিনের ছেলে।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা আঞ্চলিক কমিটির সহ সভাপতি মাইনুল হোসেন মিন্টু জানান, বন্দরের পশুর নদীর ইঞ্জিনিয়ারিং ঘাট এলাকায় নোঙর করা এমভি আয়শা বিবি লাইটারেজ জাহাজ থেকে পণ্য খালাস করে সেটি পরিষ্কার করার সময় পা ফসকে পড়ে যান আসলাম। এসময় স্রোতের টানে পড়ে তিনি নিখোঁজ হন। দুর্ঘটনার পরপরই তার সহকর্মীরা তাকে উদ্ধারের চেষ্টায় নেমে পড়েন। তবে তার কোনও খোঁজ পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।