মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সুপ্রিম কোর্টের বিচারক ব্রেট কাভানাহর কাছে ক্ষমা চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার কাভানাহর শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন, ‘পুরো দেশের পক্ষ থেকে আমি ব্রেট ও পুরো কাভানাহ পরিবারের কাছে ক্ষমা চাইছি। আপনাদের পরিবারকে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হওয়ায় আমি দুঃখিত।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট একজন প্রধান বিচারপতি ও আটজন বিচারপতি নিয়ে গঠিত হয়। প্রেসিডেন্ট মনোনীত বিচারপতিদের নিয়োগ দেয় সিনেট। একবার নিয়োগ দেওয়ার পর পদত্যাগ,অবসর বা অভিশংসন ছাড়া ওই বিচারপতিরা আমৃত্যু দায়িত্ব পালন করতে পারেন। এ বছর বিচারপতি অ্যান্থনি কেনেডি অবসরে যাওয়ার ঘোষণা দেওয়ার পর নতুন বিচারপতি নিয়োগের প্রেক্ষাপট তৈরি হয়। গত জুলাইয়ে অ্যান্থনি কেনেডির জায়গায় ব্রেট কাভানাহকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনীত করেন ট্রাম্প। চূড়ান্তভাবে নিয়োগ পেতে সিনেটের কাছ থেকে অনুমোদন পাওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে সিনেটের অনুমোদন পাওয়ার আগে কাভানাহর বিরুদ্ধে তিনজন নারী যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। এ নিয়ে এফবিআইকে তদন্তের নির্দেশ দিতে বাধ্য হন ট্রাম্প। শুরু থেকে এফবিআইয়ের তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন ওঠে। পাঁচদিনের মাথায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে এফবিআই। প্রতিবেদনটি জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে না। শনিবার ব্রেট কাভানাহকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ দেয় মার্কিন সিনেট। ভোটাভুটিতে ৫০-৪৮ ভোটে সুপ্রিম কোর্টে নিজের নিয়োগ নিশ্চিত করেন ট্রাম্প মনোনিত কাভানাহ। ট্রাম্প বলেন, তিনি এখনও মনে করেন এই নিয়োগ নিয়ে রাজনীতিকীকরণ করা হয়েছে। অনুষ্ঠান শুরুর আগে ট্রাম্প বলেন, ডেমোক্রেটরা ‘শয়তান’ আর কাভানাহর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ‘ভুয়া’।
শপথ নেওয়া পর কাভানাহ বলেন, আদালতে তিনি কখনোই রাজনীতি প্রবেশ করতে দেবেন না। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের নয়জনের একটি দল। আমিও সেই দলের অংশ। আমার নিয়োগ প্রক্রিয়াটি আবেগঘন ও বিতর্কিত ছিলো। এখন সেটি শেষ।’
আগামী ৬ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতা হারানোর আশঙ্কা করছে রিপাবলিকানরা। মনে করা হচ্ছে কাভানাহর এই নিয়োগের ম্যাধমে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির অবস্থান আরও সংহত হলো। ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় অনেক ডেমোক্রেটই এখন রিপাবলিকানদের ভোট দেবে। ৬ নভেম্বর নির্বাচনে আপনার অনেক কিছু দেখতে পাবেন। ট্রাম্পের দাবি, ডেমোক্রেটরা প্রাণপণ চেষ্টা করেছে যেন কাভানাহর নিয়োগ না হয়। তবে শেষ পর্যন্ত সিনেটরদের ভোটে তার নিয়োগ নিশ্চিত হয়। সূত্র : এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।