Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৮, ১২:০৭ পিএম
বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গতকাল সোমবার 
দিনগত রাত ৯টায়  ডাক্তার মৃত ঘোষণা করেন।
গতকাল সোমবার বাবুগঞ্জ ও বাকেরগঞ্জে এ দুর্ঘটনা দুইটি ঘটে। নিহতরা হলেন বাবুগঞ্জ উপজেলার সিংহেরকাঠি গ্রামের হারুন সরদারের ছেলে হাসিব হোসেন (১৮) ও বাকেরগঞ্জ উপজেলার আজাহার সিকদারের ছেলে সেলিম সিকদার (৪০)। 
জানা যায়, মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হাসিব গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, বিকেলে সড়ক দুর্ঘটনায় সেলিম সিকদার গুরুতর আহত হন। গুরুতর আহতাবস্থায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান। 
নিহত দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিশালে

২২ জানুয়ারি, ২০২২
১৩ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ