Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে জেএমবি সদস্য গ্রেফতার

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

বরিশাল র‌্যাব-৮ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে জেলার মুলাদী থানার দক্ষিণ কাজিরচর এলাকা থেকে সুলতান নাসির উদ্দিন নামের এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নাসিরের কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রপন্থী বই এবং লিফলেট উদ্ধার করা হয়। সে মুলাদীর দক্ষিণ কাজিরচর এলাকার মো. হজরত আলীর ছেলে।

গ্রেফতারকৃত সুলতান নাসির জেএমবির দাওয়াতী শাখার একজন সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করার কথা জানিয়েছে র‌্যাব। সে ১৯৯৬ সালে পেদ্দার হাট ওয়াদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯৮ সালে বরিশাল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে দর্জি কাজের মাধ্যমে কর্মজীবন শুরু করে। পরে ঢাকায় সে জেএমবির কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিশালে জেএমবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ