মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত। বর্ষীয়ান কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি রবিবার বলেছেন, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনই হবে বিজেপির পতনের শুরু। বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য বিজেপি বিরোধী দলগুলোকে নিয়ে কংগ্রেসের স্বপ্নের মহাজোট গড়ার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে যে কথাগুলো বাজারে ঘুরে বেড়াচ্ছে, তাও নাকচ করে দেন তিনি। তাঁর কথায়, এখনও এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসার সময় হয়নি। দলের একটি সভায় উপস্থিত থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনই হবে বিজেপির পতনের শুরু”। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি আরও বলেন, এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলই বিজেপি বিরোধী মহাজোট গড়ার প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে। রাজ্য রাজনীতিতে দুই দলের কী সম্পর্ক, কেন্দ্রীয় নির্বাচনের জন্য জোট করার সময় সেইসব মাথায় রাখা হবে না বলেও জানান মনীশ তিওয়ারি। “রাজ্য এবং কেন্দ্রে লড়াইয়ের মধ্যে পার্থক্য আছে। তাই অগ্রাধিকাগুলোও বদলে বদলে যায়”, বলেন তিনি। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।