Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

এবার ভয়ঙ্কর বন্দুক তৈরি করছে চীন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

এক মাইল দূরে দাঁড়িয়ে আছে টার্গেট, শত্রু পক্ষও এক মাইল দূর থেকেই টার্গেটকে গুলি করে মিশন শেষ করে নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করেছে। বিশ্বের সবথেকে মারাত্মক এরকম একটি অস্ত্র তৈরি করতে যাচ্ছে চীন। এক বিশেষ ও অত্যাধুনিক প্রযুক্তিতে সেই বন্দুক তৈরি তৈরি করছে চীন। যা এক কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকা কোনও ব্যক্তিকে মেরে ফেলে দিতে পারে। বন্দুক থেকে বেরিয়ে ছুটে যাবে এক আলোর রশ্মি। চীনের বহুল প্রচারিত ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, জেডকেজেডএম-৫০০ নামের ওই অ্যাসল্ট রাইফেল তৈরি হবে শীঘ্রই। ‘স্টার ওয়ারস’ ছবিতে যে ধরনের বন্দুক দেখা গিয়েছিল, সেরকমই একটি বন্দুক তৈরি করবে বেইজিং। ‘এনার্জি বিম’ ব্যবহার করে এটি বানানো হবে। গবেষকরা জানাচ্ছেন, এই বন্দুকটির ওজন হবে প্রায় তিন কেজি। আর আয়তনে হবে অনেকটা অক-৪৭-এর মত। তবে অক-৪৭-এর থেকে এর শক্তি হবে অনেক বেশি। এই বন্দুকের এনার্জি বিম বা রশ্মি খালি চোখে দেখা যাবে না, তবে সেটি দৌড়াতে পারবে কয়েকশ মিটার। টার্গেটে না পৌঁছনো পর্যন্ত থামবে না। সেই বীম ঢুকে যাবে শত্রুর শরীরে। তারপর কষ্টদায়ক মৃত্যু ডেকে আনবে। সাউথ চায়না মর্নিং পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দুক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ