Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাটপণ্য রফতানিতে প্রত্যর্পণ সুবিধার সময় বৃদ্ধি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৮, ১২:৩৭ এএম

পাট ও পাটজাত পণ্য রফতানির সুবিধার্থে শুল্ক প্রত্যর্পণে কিছু শর্ত শিথিলের যে সুবিধা বিদ্যমান রয়েছে তার সময় আবারো বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে কায়িক পরীক্ষার তথ্য যাচাই-বাছাই ছাড়াই পিআরসি, ইএক্সপি ও বৈদেশিক মুদ্রা প্রত্যাবাসনের দলিলাদি ও অন্য প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে রিফান্ড (ডিউটি ড্র ব্যাক বা শুল্ক প্রত্যর্পণ) নিতে পারবে পাট ও পাটজাত পণ্য রফতানিকারকরা। আর ওই সুবিধা বহাল থাকবে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত। সম্প্রতি এনবিআর থেকে এ সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করা হয়েছে। এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক রপ্তানি, প্রত্যর্পণ ও বকেয়া ব্যবস্থাপনা) মো. লুৎফুল কবিরের সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। 

পাট ও পাটজাত পণ্য রফতানির বিপরীতে প্রত্যর্পণ প্রদান সম্পর্কিত বিদ্যমান সমস্যা নিরসনের সময় বৃদ্ধি শীর্ষক আদেশে বলা হয়, কাস্টমস হাউস ও স্থল কাস্টমস স্টেশনসমূহের মাধ্যমে পাট ও পাটজাত পণ্য রফতানির ক্ষেত্রে রফতানি চালানের বিল অব এক্সপোর্ট- এর পেছনে কায়িক পরীক্ষার প্রতিবেদন না থাকার কারণে প্রত্যর্পণ প্রদানে সৃষ্ট জটিলতা নিরসন আবশ্যক। পাট ও পাটজাত পণ্য বিশেষ হাইড্রলিক মেশিন দ্বারা চাপ প্রয়োগের মাধ্যমে মোড়কজাত করা হয়। উক্ত পণ্যসমূহ রফতানির সময় কায়িক পরীক্ষা সম্পন্ন করার জন্য মোড়ক খোলা হলে তা পুনরায় মোড়কজাত করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বাংলাদেশের কোন কাস্টমস স্টেশনে না থাকায় পুনরায় মোড়কজাত করা সম্ভব হয় না। এ কারণে প্রকৃতপক্ষে এই সব পণ্য রফতানিকালে পণ্যের পরিদর্শন হলেও বাস্তবিক কোন কায়িক পরীক্ষা সম্পন্ন হয় না বরং কায়িক পরীক্ষার দায়িত্বে নিয়োজিত কাস্টমস কর্মকর্তাগণ পণ্য পরীক্ষান্তে ট্রাকে পাটের বেল গণনা করে রফতানি অনুমোদন দেন।
এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এনবিআর সব সময় রফতানিকে উৎসাহিত করে আসছে। এরই ধারাবাহিকতায় রিফান্ড-প্রক্রিয়া সহজ করা হয়েছে। গত বছরও একটি আদেশ জারির মাধ্যমে এ সুবিধা দেওয়া হয়েছিল। সে আদেশের মেয়াদ শেষ হওয়ায় নতুন করে আদেশ জারি করা হয়েছে। যেখানে রিফান্ড জটিলতা দূর করতে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম থেকে কায়িক পরীক্ষার তথ্য যাচাই-বাছাইয়ের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।#

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ