Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

নৌকার বিজয়ের জন্য মাঠে থাকবে যুবলীগ ঢাকা দক্ষিণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধি এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে নৌকার বিজয়ে ভোটের আগ পর্যন্ত মাঠে থাকবে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা।
গতকাল বিকালে রাজধানীর এজিবি কলোনীর ঈদগাহ মাঠে ঢাকা-৮ আসনের নির্বাচনী এলাকায় মহানগর দক্ষিণ যুবলীগের আলোচনা সভা ও গণসংযোগে এমন ঘোষণা দেওয়া হয়। টানা সাতদিন ব্যাপী কর্মসূচির আজ ছিল সমাপনি দিন।
সভায় নির্বাচনের আগ পর্যন্ত নেতাকর্মীদের সর্তক থাকার নির্দেশ দিয়ে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, দুর্নীতি মামলার সাজাপ্রাপ্ত আসামী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইউনাইটেডের দাবি ছেড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হলেন, কী ষড়যন্ত্র করার জন্য সে ব্যাপারে দেশবাসি ও সংগঠনের নেতাকর্মীদের সর্তক থাকতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুবলীগ

১১ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ