Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাসকিনকে বসিয়ে হারল কান্দাহার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগের আয়োজন করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। গত ৫ অক্টোবর শুরু হওয়া আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল) চলবে ২১ অক্টোবর পর্যন্ত। টুর্নামেন্ট খেলতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে উড়াল দেন পেসার তাসকিন আহমেদ। গত শনিবার তার দল প্রথম ম্যাচ খেলতে নামে নাঙ্গরহারের বিপক্ষে। তবে, একাদশে সুযোগ পাননি তাসকিন। ম্যাচটিও হেরেছে কান্দাহার।

এবারই প্রথমবারের মতো কোনো বিদেশি লিগে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগটা হাতছাড়া করেননি ডানহাতি পেসার তাসকিন। তাকে নিয়ে বাংলাদেশি ক্রিকেট পাগলদের আগ্রহটা একটু বেশিই চোখে পড়ে কান্দাহার টিম ম্যানেজমেন্টের। নাঙ্গরহারের বিপক্ষে তাসকিনের অনুপস্থিতিতে ম্যাচ জিততে পারেনি কান্দাহার। তাসকিনকে না নেওয়ার সমালোচনা চোখে এড়িয়ে যায়নি টিম ম্যানেজমেন্টের। তারা বাংলাদেশি এই পেসারকে নিজেদের সেরা অস্ত্র হিসেবেই দেখছেন বলে জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে সেই কারণ জানালো কান্দাহার নাইটস, ‘প্রচুর তাসকিন ভক্ত আমাদের জিজ্ঞেস করেছে কেন তাকে প্রথম ম্যাচে একাদশে রাখা হলো না। তাসকিনকে খেলানো হয়নি, কারণ সে আমাদের মূল পেসার। সামনে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। আমরা চেয়েছি তাসকিনকে প্রথম ম্যাচে বিশ্রামে রাখতে। শারজার গরমে আমাদের একটানা ম্যাচ খেলতে হবে। তাই তাসকিনকে এবং আরও অনেককে বিশ্রামে রাখা হয়।’

সদ্য শেষ হওয়া এশিয়া কাপের দলে জায়গা হয়নি তাসকিনের। তবে, আফগান লিগের নিলামে খেলোয়াড় ড্রাফটে ছিলেন তিনি। সিলভার ক্যাটাগরিতে থাকা তাসকিনকে ৩০ হাজার ডলারে লুফে নেয় কান্দাহার নাইটস। যার বাংলাদেশি মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

তাসকিনদের দলটির আইকন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। অধিনায়কের দায়িত্ব পালন করছেন আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগান। এছাড়াও তাসকিন সতীর্থ হিসেবে পাচ্ছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং, কেভিন ওব্রায়েন, আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান, ইংল্যান্ডের টাইমাল মিলস, স্যাম বিলিংসদের মতো তারকাদের। বোর্ডের অনুমতি না মেলায় খেলতে যেতে পারেননি পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ এবং ইফতেখার আহমেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসিবি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ