Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচারক হলেন সেই কাভানাহ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

যৌন নিপীড়নের অভিযোগ মাথায় নিয়ে বিতর্কের জন্ম দেওয়া ব্রেট কাভানাহকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে মার্কিন সিনেট। শনিবার সিনেটের এ সংক্রান্ত ভোটাভুটিতে ৫০-৪৮ ভোটে সুপ্রিম কোর্টে নিজের নিয়োগ নিশ্চিত করেন ট্রাম্প মনোনীত কাভানাহ। এর ফলে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির অবস্থান আরও সংহত হলো। শনিবার ভোটাভুটির মাত্র কয়েক ঘণ্টা আগে কাভানাহকে সমর্থন দেন দুই গুরুত্বপূর্ণ সিনেটর। তারা হচ্ছেন রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স ও ডেমোক্র্যাট সিনেটর জোয়ে ম্যানকিন। মূলত তাদের সমর্থন পাওয়ায় যৌন নিপীড়নের অভিযোগে বিতর্কিত কাভানাহর নিয়োগ প্রায় নিশ্চিত হয়ে যায়। ব্রেট কাভানাহ’র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ জোরালো হয়ে ওঠার মধ্যেই তার নিয়োগ চূড়ান্ত হওয়ার খবর আসে। কাভানাহ’র বিরুদ্ধে এফবিআই-এর তদন্তে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হয়নি বলে রিপাবলিকানরা দাবি করার পর ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার (৪ অক্টোবর) ওয়াশিংটনের রাস্তায় রাস্তায় বিক্ষোভ করে লাখো মানুষ। সেখান থেকে তিন শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। এ বছর বিচারপতি অ্যান্থনি কেনেডি অবসরে যাওয়ার ঘোষণা দেওয়ার পর নতুন বিচারপতি নিয়োগের প্রেক্ষাপট তৈরি হয়। গত জুলাইয়ে ব্রেট কাভানাহকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনীত করেন ট্রাম্প। দ্য গার্ডিয়ান, আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাভানাহ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ