Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধুখালীতে স্মরণসভা

মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

মধুখালীর বীর মুক্তিযোদ্ধা শহীদ ওহিদুজ্জামান ওহিদের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকেলে মধুখালী প্রেসক্লাব চত্বরে শহীদ ওহিদ স্মরণসভা উদযাপন পরিষদের আহ্বায়ক সৈয়দ এ টি এম মাসউদের সভাপতিত্বে ও মো. নজরুল ইসলামের সঞ্চালনায় স্মারন সভায় স্মৃতি চারন করে বক্তব্য রাখেন বাংলাদেশে ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য মনোজ সাহা, উপজেলা আ.লীগের সহ-সভাপতি প্রবীণ আ.লীগ নেতা মো. আবুল কাশেম দলু মিয়া , উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াস মিয়া, অ্যাড.আলীউজ্জামান খোকন, উপজেলা জাতীয় পার্টি সভাপতি মির্জা আলী আহম্মদ, উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক আবু সাঈদ মিয়া, শহীদ ওহিদের শিক্ষক কৃষ্ণলাল পাল , মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. আবুল বাশার বাদশা, মো. জহিরুল হক, সমরেন্দ্র নাথ বসু, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজল বসু প্রমুখ। এ সময় বীর মুক্তিযোদ্ধা শহীদ ওহিদুজ্জামানের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা শহীদ ওহিদুজ্জামানের স্মৃতির উপর আলোকপাত করে বক্তাগণ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্মরণসভা

৮ অক্টোবর, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ