Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেনাবাহিনী প্রধানের তুরস্কে কামাল আতাতুর্ক স্মৃতিস্তম্ভ পরিদর্শন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৮, ১২:০৫ এএম

তুরস্ক সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গত ২ অক্টোবর আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্ক এর স্মৃতিস্কতম্ভে শ্রদ্ধা জ্ঞাপন করেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রদ্ধা জ্ঞাপন শেষে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এছাড়াও তিনি গত ৩ অক্টোবর তুরস্কের আর্টিলারি ও মিসাইল স্কুল কমান্ড পরিদর্শন করেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান গত ১ অক্টোবর তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি একার এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। তিনি ২ অক্টোবর তুরস্কের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) জেনারেল ইয়াসের গুলার ও ল্যান্ড ফোর্স কমান্ডার জেনারেল উমিত দান্দারের সাথে সৌজন্য সাক্ষাত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেনাবাহিনী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ