প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা তার বিয়ের গুঞ্জণ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। সম্প্রতি তার বিয়ের গুঞ্জণ নিয়ে ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, প্রিয় শুভাকাক্সক্ষী, আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আমি যদি জীবনে কখনও বিবাহ করার সিদ্ধান্ত নেই, তাহলে অনতিবিলম্বে আপনাদের সবাইকে সুসংবাদটি কর্ণগোচর করবো। কিন্তু তার পূর্বে বিবাহ সংশ্লিষ্ট যে কোনও বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার করা থেকে দয়াপূর্বক বিরত থাকবেন। এদিকে বিয়ে প্রসঙ্গে তমা বলেন, ফিল্মে পারসোনাল লাইফ না আনাই ভালো বলে মনে করি। প্রফেশনাল জায়গাটা প্রফেশনাল হওয়াই ভালো। চলচ্চিত্রের সঙ্গে জড়িত কাউকে বিয়ে করবো না। নায়িকারা গোপনে বিয়ে করে পরে ঘোষণা দিয়ে থাকেন। আবার অনেকের বেলায় তো ডিভোর্সের পর জানা যায়, তিনি বিবাহিত ছিলেন। এমন প্রসঙ্গে তমা বলেন, আমি এমন স্বভাবের নই। আর আমি এত বড় স্টার না, বিয়ের কথা লুকিয়ে রাখতে হবে। আমি ছোটখাটো মানুষ, টুকটাক কাজ করি। বিয়ে করলে ঘোষণা দিয়ে করবো। উল্লেখ্য, শাহনেওয়াজ কাকলী পরিচালিত নদীজন সিনেমায় অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তমা।
ছবিঃ তমা মির্জা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।