Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে মতবিরোধ ট্রাম্প প্রশাসনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৮, ৬:২৬ পিএম

রাশিয়ার কাছ থেকে সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা ‘এস-৪০০’ কেনার চুক্তিতে সই করার পর ভারতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করবে কি না, তা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে ট্রাম্প প্রশাসনে। এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বিপরীত অবস্থানই এই মতবিরোধের কারণ।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টের হাতেই। সেই প্রেসিডেন্ট ট্রাম্পকে বোঝানোর ক্ষেত্রে কে বেশি সফল হল, ম্যাটিস না বোল্ট, তার ওপরেই নির্ভর করছে ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির প্রশ্নটি। মার্কিন পণ্যে শুল্ক চাপানোর ব্যাপারে দিল্লির উৎসাহ দেখে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতকে কটাক্ষ করে ‘টারিফ কিং’-এর উপাধি দিয়েছেন।
মার্কিন কংগ্রেস সূত্রে জানা যায়, ম্যাটিস চান, ভারতকে ‘নরম চোখে’ দেখা হোক। রাশিয়ার কাছ থেকে ‘এস-৪০০’ কেনার চুক্তি সই করার জন্য ভারতের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি না করাটাই ভাল হবে। অপরদিকে, বোল্টন চাইছেন, ভারতের বিরুদ্ধে এখনই ওই নিষেধাজ্ঞা জারি হোক। বোল্টনের বক্তব্য, গত মাসেই যখন রুশ ‘এস-৪০০’ কেনার জন্য চিনের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা জারি হয়েছে, তখন ভারত ছাড় পাবে কেন? ম্যাটিসের সুবিধা, তুলনায় সুর ‘নরম’ হলেও, এ ব্যাপারে তার পাশে রয়েছেন পররাষ্ট্র সচিব মাইক পম্পেয়ও।
মার্কিন কংগ্রেসের এক রিপাবলিকান সদস্যের বক্তব্য, ম্যাটিস ভারতকে ছাড় দেওয়ার জন্য একটি অর্থনৈতিক যুক্তিও দিয়েছেন। সেটা হল, দিল্লিকে এ ব্যাপারে ছাড় দিয়ে মার্কিন পণ্য আমদানিতে ভারতকে শুল্ক-হ্রাসে বাধ্য করা হোক। তাতে চীনের বাজার হারানোর ক্ষতি ভারতের বাজার দিয়ে অনেকটাই পুষিয়ে নেওয়া যাবে। সূত্র : টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ