নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
উয়েফা ইউরোপা লিগে জয় পেয়েছে চেলসি। গতপরশু রাতে মোল ভিডিকে ১-০ গোলে হারিয়েছে স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি। গ্রুপ ‘এল’ এর ম্যাচে চেলসির হয়ে জয়সূচক একমাত্র গোলটি পেয়েছেন আলভারো মোরাতা। তার গোলে লিড ধরে রেখে শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্লজরা। এ জয়ের ফলে ইউরোপায় গ্রুপ পর্বের ম্যাচে শতভাগ জয়ের ধারা ধরে রাখল চেলসি।
স¤প্রতি চেলসির হয়ে গোলখরায় ভুগছিলেন মোরাতা। তাই ইউরোপার ম্যাচে তার গোল পাওয়ায় প্রশংসা ঝরেছে চেলসি কোচ মাউরিজিও সারির কণ্ঠে। ম্যাচে শেষে মোরাতার প্রশংসা করে তিনি বলেন, ‘তার জন্য গোল পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সে বেশ ভালো খেলেছে। আশা করছি আলভারো তারা সেরাটা আবারো দেখাতে পারবে।’
এই জয়ে দুই ম্যচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সালোনিকা। সমান ৩ পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে বাতে বরিসোভ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।