Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ইন্দোনেশিয়ায় ত্রাণ লুটপাট করায় আটক ৯২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৮, ৭:৪৯ পিএম

ইন্দোনেশিয়ায় সুলাওয়েসি দ্বীপে ত্রাণ সামগ্রী লুট করার অভিযোগে এখন পর্যন্ত ৯২ জনকে আটক করেছে ইন্দোনেশিয়ার পুলিশ৷ এাণ সামগ্রীর অপ্রতুলতা ও বিতরন সমস্যার মধ্যেই এ ধরনের লুটপাটের ঘটনা বিশৃঙ্খলা আরও বাড়িয়ে দিচ্ছে।
দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে খুব ধীর গতিতে৷ প্রত্যন্ত গ্রামগুলোতে কিছু কিছু দোকান দুর্গতদের জন্য খুলে দেয়ার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ৷ জানিয়েছেন, দোকান মালিকদের ক্ষতি পুষিয়ে দেয়া হবে৷ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিমানবন্দরে বিমান চলাচল শুরু হয় শুক্রবার সন্ধ্যা থেকে৷ তবে পালু'র বিমানবন্দরটি চালু হতে আরো কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷ পালুতে আহতদের উদ্ধারে সাহায্য করছে সেনাবাহিনী৷ হেলিকপ্টারের সাহায্যে চলছে উদ্ধার কাজ৷ এদের মধ্যে রয়েছে একদল শিক্ষার্থী, যাদের মেদান শহরে একটি ইসলামিক প্রতিযোগিতায় অংশ নেয়ার কথা ছিল৷
সুলাওয়েসি প্রদেশে এখনো অনেকেই কাদা-মাটির নীচে চাপা পড়ে আছে বলে জানিয়েছেন জাতীয় দুর্যোগ সংস্থার এক মুখপাত্র৷ তিনি বলছেন, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গত এলাকায় পৌঁছে তাঁদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না৷ তিনি জানিয়েছেন, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান এবং অন্যান্য দেশের ১১টি বিমান ত্রাণ বিতরণে কাজ করছে৷
ভূমিকম্প এবং সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪২৪ জন৷ গুরুতর আহত আড়াই হাজার৷ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা৷
৭০ হাজার মানুষ এখনো আশ্রয়শিবিরে অবস্থান করছে৷ যারা ঘর-বাড়ি হারিয়েছেন, তারা কবে নিজেদের ঘর-বাড়ি ফিরে পাবেন, তা অনিশ্চিত৷ জাতিসংঘ দেড় কোটি মার্কিন ডলার সাহায্যের ঘোষণা দিয়েছে৷ সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ত্রাণ লুটপাট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ