Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে মারধর ভাঙচুর জমি দখল চেষ্টা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে মারপিট করাসহ ঘরবাড়ি ভাঙচুর করে নিয়ে জমি দখল চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন ভূমিদস্যুসহ ২২ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, সুন্দরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত ছলিম উদ্দিনের পুত্ররা পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে সাড়ে ১৬ শতাংশ জমি দীর্ঘ দিন হতে দখলে রেখে ভোগ করে আসছিল। কিছুদিন পূর্ব হতে ভূমিদস্যুরা উক্ত জমি দখলে নেয়ার জন্য হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর ভূমিদস্যুরা ২২-২৩ জন লোকসহ উক্ত জমিতে থাকা টিনের তিনটি চালাঘর জোর পূর্বক ভেঙে নিয়ে যায়। এ সময় ছলিম উদ্দিনের স্ত্রী, পুত্র ও পুত্রবধুরা বাধা প্রদান করলে তাদেরকে বেধরক মারপিট করে। হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরা হয়। এ ছাড়া দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়াসহ মহিলাদের শ্লীলতাহানি ঘটায়। এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে দেয়। আহতরা হচ্ছে ছলিম উদ্দিনের স্ত্রী হোসনেয়ারা বেগম ও পুত্রবধূ হাসি বেগম। এ ঘটনায় ছলিম উদ্দিনের পুত্র সাইদার রহমান বাদি হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় তিন ভূমিদস্যু ধুমাইটারি গ্রামের আফছার প্রামানিকের পুত্র রানু প্রামানিক, তনু প্রামাণিক ও টিয়া চৌধুরীর পুত্র স্বপনসহ জ্ঞাত ও অজ্ঞাত ২২-২৩ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় থানার ওসি এস এম আব্দুস সোবহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উভয়পক্ষে মামলা দায়ের হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমি দখল

১৮ মার্চ, ২০২১
২৪ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ