রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গতকাল বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিকআপ ভ্যানের ধাক্কায় মাহি (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। উপজেলার সরাইল-আলিনগর আঞ্চলিক সড়কের আলিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে মীর সরাইল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ও শাহ মোহাম্মদ ফুয়াদের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে মাহি প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বেপরোয়া পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজুল ইসলাম ভূঁইয়া জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
সরাইলে কিশোরীর রহস্যজনক মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় খাদিজা (১৪) নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দীতপুর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। সে ওই এলাকার হাকিম মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, সকালে খাদিজার মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ তার বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে। এসময় লাশটি খাটে শোয়ানো ছিল। তবে পরিবারের লোকজন দাবি, সে মানসিক ভারসাম্যহীন ছিল। তারা ঝুলন্ত অবস্থা থেকে লাশটি উদ্ধার করে খাটে রেখেছেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।