Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটা বাতিলের প্রতিবাদে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ

রাবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

মন্ত্রীসভায় সরকারী প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোনো প্রকার কোটা না রাখার সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে মুক্তিযোদ্ধার সন্তানরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভ সমাবেশ করেন তারা। বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃত্বে এই আন্দোলন করেছেন তারা। এসময় তাদেরকে পুলিশের ব্যাপক নিরাপত্তা দিতে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তারিক হাসান ও সাধারণ সম্পাদক ধীরাজ চন্দ্রের নেতৃত্বে ২৭-২৮ জন শিক্ষার্থী সড়কে আগুন জ্বালিয়ে বসে আছেন। তারা কোটা রাখার পক্ষে বিভিন্ন বক্তব্য দেন। বেলা ১২টার দিকে তারা তাদের রাস্তা অবরোধ ও বিক্ষোভ সমাবেশ শেষ করেন।

এর আগে গত বুধবার রাত ১১টার দিকে ১২-১৩ জনের নেতৃত্বে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন মুক্তিযোদ্ধার সন্তানরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান জানান, চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা রাখার পক্ষে রাস্তার অবরোধ করে আন্দোলন করে কিছু সংখ্যক শিক্ষার্থী। ফলে রাস্তায় যানজট সৃষ্টি হয়। পরে তারা আন্দোলন করে চলে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোটা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ