Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পাকিস্তানে ৮শ’ কোটি ডলারের তেল শোধনাগার করবে সউদী আরব

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

পাকিস্তানে ৮০০ কোটি ডলারের একটি তেল শোধনাগার প্রতিষ্ঠায় অংশ নিতে চায় সউদী আরব। এ নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ বিষয়ে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ অনুমোদন দেয়ার পর একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার কথা। এ ছাড়া অন্যান্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে সউদী আরব। এ ক্ষেত্রে তারা প্রতিশ্রুতি দিয়েছে। অনলাইন ডন এ খবর দিয়েছে। পাকিস্তানের জ্বালানি বিষয়ক মন্ত্রী গোলাম সারওয়ার খান এসব তথ্য জানিয়েছেন মিডিয়াকে। তিনি বলেছেন, পাকিস্তান ও সউদী আরব পাকিস্তানের গোধারে একটি তেল শোধনাগার স্থাপনে সম্মত হয়েছে। এ বিষয়ে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে সে জন্য সউদী আরবের জ্বালানি বিষয়ক মন্ত্রী এ মাসের শেষের দিকে ইসলামাবাদ সফরে আসবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন সউদী আরবের একটি প্রতিনিধি দল। তাদেরকে ২০০ কোটি ডলারের নর্থ-সাউথ গ্যাস পাইপলাইনে অংশ নেয়ার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া পাকিস্তানে জ্বালানি তেল উত্তোলনের যে ১০টি ব্লক আছে সে বিষয়ে নিলাম ডাকা হবে শিগগিরই। তাতেও অংশ নিতে তাদেরকে আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া পাকিস্তানে অশোধিত তেল সরবরাহ করার আহ্বান জানানো হয়েছে সউদী আরবকে। ডন নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ