Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়ার অস্ত্র চাহিদা চাঙ্গা করবে চীন ও মার্কিন প্রতিরক্ষা বাজার

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) সম্প্রতি ২০১৭ সালের বৈশ্বিক অস্ত্র বাণিজ্যের তথ্য প্রকাশ করেছে। সার্বিকভাবে এশিয়ার জন্য বড় খবর এবং চীন ও যুক্তরাষ্ট্রের জন্য বিশেষভাবে খবর এটি। এসআইপিআরআই শুরুতেই জানিয়েছে, এশিয়া (উপমহাদেশ ও ওশেনিয়াসহ) গত দশকে ছিল বিশ্বের একক বৃহত্তম অস্ত্র বাজার। প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, এই অঞ্চলেই ২০১৩-২০১৭ সময়কালে সকল আন্তর্জতিক অস্ত্র হস্তান্তরের ৪২ ভাগ হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মধ্যপ্রাচ্যকে (৩২ ভাগ) সে আনায়াসেই হারিয়ে দিয়েছে। অবশ্য এশিয়ার অস্ত্র আমদানি আগের ৪৬ ভাগ থেকে এবার কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্র থেকেই বেশি অস্ত্র কেনে এশিয়া। বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারকদের অনেকেই এশিয়ার। এসআইপিআরআই হিসাব অনুযায়ী ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত ১০টি বৃহত্তম অস্ত্র আমদানিকারকের পাঁচটিই এই অঞ্চলের। এগুলো হলো ভারত, চীন, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও পাকিস্তান। আর শীর্ষ ১৫ আমদানিকারকের মধ্যে ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের নাম রয়েছে। এই সময়ে সকল অস্ত্র আমদানির ১২ ভাগ করেছে ভারত। গত কয়েক দশক ধরে তারাই বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক। তারা সউদী আরবের চেয়েও এগিয়ে আছে। সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ