Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটা পুনর্বহালের দাবিতে শাহবাগে মুক্তিযোদ্ধার সন্তানদের অবরোধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৮, ১২:০১ এএম

কোটা পুনর্বহালের দাবিতে শাহবাগ অবরোধ করেছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা। গতকাল বুধবার রাত সাড়ে ৮টা থেকে ৩০ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে তারা রাস্তায় নামেন। এতে চারদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন তারা। বেতন কাঠামোর নবম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটা বাতিলের প্রস্তাব গতকাল বুধবার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে গঠিত কোটা পর্যালোচনা কমিটি গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সুপারিশ জমা দেয়। কমিটি নবম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটা উঠিয়ে দেয়ার প্রস্তাব করে। প্রস্তাবটিই অনুমোদন দিল মন্ত্রিসভা। এর পরিপ্রেক্ষিতে রাতে রাস্তায় নেমেছেন মুক্তিযোদ্ধার সন্তানরা।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা থাকলেই শুধু আন্দোলন। তাই কোটার দরকার নেই। কোটা না থাকলে আন্দোলন নেই, সংস্কারও নেই। তিনি বলেন, যদি কেউ কোটা চায়, তাহলে এখন কোটা চাই বলে আন্দোলন করতে হবে। সেই আন্দোলন যদি ভালোভাবে করতে পারে, তখন ভেবেচিন্তে দেখা হবে কী করা যায়? এরপর যদি কেউ কোনো কোটা চায়, তাহলে তাকে আন্দোলন করতে হবে। আন্দোলন ছাড়া কোটা দেয়া হবে না। জাতিসংঘের সাধারণ অধিবেশনের অভিজ্ঞতা জানাতে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন।



 

Show all comments
  • জীবন ৪ অক্টোবর, ২০১৮, ২:৪১ এএম says : 1
    সব কোটা যেন ১০% উপর বেশি না থাকে। এটাই বাংলাদেশর তরুনদের চাওয়া।
    Total Reply(0) Reply
  • Abdullah Raju ৪ অক্টোবর, ২০১৮, ২:৪২ এএম says : 0
    সকল চাকুরীর ক্ষেত্রে কোটার যৌক্তিক সংস্কার চাই।
    Total Reply(0) Reply
  • জহির উদ্ধিন ৪ অক্টোবর, ২০১৮, ৩:৩৬ এএম says : 0
    কোটা থাকা আর পরিক্ষায় নকল করে পাস করার মধ্যে কোন পার্থক্য নাই। কাজেই কোন যোগ্যতা নিয়ে আসো।
    Total Reply(0) Reply
  • Khan Salauddin ৪ অক্টোবর, ২০১৮, ১২:৪৮ পিএম says : 0
    এখন জনগের কষ্ট হয়না এই যে রাস্তা বন্দ করে তারা এমন করতেছে?
    Total Reply(0) Reply
  • Amjad Hossain ৪ অক্টোবর, ২০১৮, ১২:৫০ পিএম says : 0
    বাংলাদেশে কোটার পক্ষে বিপক্ষে ভোট দেওয়া দরকার,আমার মনে হয় কোটার পক্ষের লোকদের জামানতও থাকবে না,যদি ভোট দেওয়া হয়,,,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোটা

২৩ ডিসেম্বর, ২০২১
১৭ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ