Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

কোটালিপাড়ায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে গালি দিয়ে পোস্ট

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২৩, ৯:৪৮ পিএম

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে গালি দিয়ে পোস্ট করায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় তীব্র ক্ষোভে ফুসঁছেন শান্তি প্রীয় মুসলিম জনতা,এনিয়ে হিন্দু মুসলিমদের মধ্যে বিশৃঙ্খলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । তবে পুলিশ এবং স্হানীয়দের হস্তক্ষেপে বিশৃঙ্খলার চেষ্টায় ব্যার্থ হয়েছে বিশৃঙ্খলাকারীরা। এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে । গতকাল রবিবার রাতে উপজেলার কান্দি ইউনিয়নের উত্তর কান্দি গ্রামে এঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ ও- ওসি মোঃ জিল্লুর রহমান ঘটনাস্থলে পৌছে পরিস্হিতি শান্ত করেন। সোমবার সকালে সরেজমিনে গেলে সন্তোষ অধিকারী ও তার পরিবারসহ বাড়ির অন্যান্য লোকজন বলেন অনাধি অধিকারী ও তার ছেলে অপু ওরফে আবির অধিকারী খুব খারাপ মানুষ তাদের সাথে এই বাড়ির কোন লোকের সঙ্গে ভালো সম্পর্ক ছিলনা,যার কারণে অনাধি তার ছেলেকে ভারতে পাঠিয়ে দিয়েছে এর পর অনাধী ঘর- বাড়ি,জায়গা জমি সবকিছু বিক্রি করে দিয়ে বলে যে আমরাতো চলে যাচ্ছি, তোরাও এদেশে শান্তিতে থাকতে পারবিনা, আমাদের পিছে পিছে তোদেরও যেতে হবে এর পর অনাধী তার ছেলে অপু ওরফে আবির অধিকারীকে দিয়ে ইচ্ছাকৃত ভাবে মুসলিম ধর্মের নবীকে নিয়ে গালি দিয়ে পোস্ট করে গ্রামে অসান্তি সৃষ্টি করে, তার সেই পোস্ট দেখে স্হানীয় বিক্ষুব্ধ মুসলিম জনতা তাদের ভেবে আমাদের ঘর ভাংচুর করে,তাদের জন্য আমাদের ঘর ভাংচুর করা ঠিক হয়নি। সন্তোষ অধিকারী এ-ও বলেন অপু ওরফে আবির যে অপরাধ করেছে তাতে ওকে ধরে ওর চোখ তুলে দেওয়া উচিত। এদিকে ক্ষোভে ফুসছে অত্র এলাকার শান্তি প্রীয় মুসলিম জনতা তারা বলেছে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে যে পোস্ট করেছে সেটা ক্ষমার অযোগ্য অপরাধ তাই সেই কুলাঙ্গার অপু ওরফে আবির অধিকারীকে খুজে বের করে তার দৃস্টান্ত মুলক শাস্তির ব্যাবস্হা করতে হবে। এর আগে উত্তর কান্দি গ্রামের অনাধী অধিকারীর ছেলে অপু ওরফে আবির অধিকারী বিশ্বনবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নোংরা ভাষায় গালি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করে। খবর পেয়ে সোমবার সকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান তাজঁ বুলবুল, কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট বিজন বিশ্বাস, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফেজা বেগম, কান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শিক্ষক মনিন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক ও কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধু ঘটনাস্হল পরিদর্শন করেন। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জিল্লুর রহমান বলেন খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্হল পৌছে পরিস্হিতি নিয়ন্ত্রে এনেছে,এলাকার পরিবেশ এখন শান্ত, অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোটালিপাড়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ