Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে জমিয়তুল উলামার চারদিনের কর্মসূচি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৮, ১২:০১ এএম

দুর্নীতি-মাদকের সয়লাব ও সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং আলেম জনতার ঐক্য গড়ার লক্ষ্যে জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ চারদিনের পদযাত্রার ঘোষণা দিয়েছেন। গতকাল ঢাকা রিপোর্টার ইউনিটির সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আগামী ৬ থেকে ৯ অক্টোবর পর্যন্ত যশোর চাচড়ার মোড় থেকে সুনামগঞ্জ পুরান বাসস্ট্যান্ড পর্যন্ত এ পদযাত্রার ঘোষণা দেন। যাত্রাপথে তেরটি সভা ও পথসভায় তিনি বক্তব্য দিবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাইফী, মাওলানা আব্দুর রহিম কাসেমী, মাওলানা আব্দুল আলিম ফরীদী, শাহ এলাহী নেওয়াজ, মাওলানা সাদরুদ্দীন মাকনুন, মাওলানা সাঈদ নেজামী ও মাউদুল কাদীর প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্মসূচি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ