বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের বিশ্বনাথে ডাক্তারের ভুল চিকিৎসায় তানভির আহমদ নামের দুই বছরের শিশুর মৃত্যুর ৫ দিন পর মামলা দায়ের করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে নিহত শিশুর মা লিলি বেগম বাদি হয়ে বিশ্বনাথ থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্ত করা হয়েছে প্যারামেডিক ডাক্তার এম এ রহিম উরফে (জয়নালকে)। তিনি উপজেলার বাওনপুর গ্রামের মরম আলীর ছেলে। ঘটনার পর থেকেই মেডিকেল সেন্টার বন্ধ করে ডাক্তার পলাতক রয়েছেন।
প্রস্তাবে সমস্যাজনিত কারণে খৎনা দিতে ছেলে তানভিরকে তার মা বৃহস্পতিবার রহিম মেডিকেল সেন্টারে নিয়ে আসেন।
সেন্টারের স্বত্বধিকারী প্যারামেডিক চিকিৎসক এম.এ রহিম খৎনা করতে শিশুটিকে একটি এনেসথেসিয়া ইনজেকশন পুস করলে শিশুটির খিচুনি এবং মুখে ফেনা আসতে শুরু হয়।
শিশুটিকে নিয়ে তার মা সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তানভির দক্ষিণ সুরমা উপজেলার টিলা মায়নপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে। এ ব্যপারে থানা অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম জানান, চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।