Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘সুই ধাগা- মেইড ইন ইন্ডিয়া’ সন্তোষজনক আয় করছে

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

গত শুক্রবার ‘সুই ধাগা- মেইড ইন ইন্ডিয়া’, ‘পাটাখা’, ‘পিহু’, ‘ফালসাফা’, ‘রাষ্ট্রপুত্র’ এবং ‘বাস এক আনন্দ ম্যায় তেরা’ ফিল্ম ছয়টি মুক্তি পেয়েছে। এর মধ্যে প্রশংসা ও আয়ের বিবেচনায় আলোচনায় এসেছে ‘সুই ধাগা- মেইড ইন ইন্ডিয়া’এবং ‘পাটাখা। ‘সুই ধাগা’র তুলনায় আয়ে ‘পাটাখা’ বেশ পিছিয়ে থাকলেও প্রশংসায় কিন্তু পিছিয়ে নেই। যারা দেখেছে তারা দুটি ফিল্মকেই উপভোগ্য বলে রায় দিয়েছে। সোশাল ড্রামা ধারার ‘সুই ধাগা- মেইড ইন ইন্ডিয়া’ পরিচালনা করেছেন শরত কাটারিয়া প্রধান ভূমিকায় অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, আনুষ্কা শর্মা, রঘুবীর যাদব। প্রথম দিন ফিল্মটি আয় করেছে ৮.৩০ কোটি রুপি। শনিবার আর রবিবারের আয় যথাক্রমে ১২.২৫ কোটি রুপি এবং১৬.০৫ কোটি রুপি। সপ্তাহান্তের আয় ৩৬.৬০ কোটি রুপি। ফিল্মটির সোমবারের আয় ৭.০৫ কোটি রুপি। ফ্যামিলি ড্রামা ‘পাটাখা’ পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ। অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, রাধিকা মদন, সুনীল গ্রোভার, বিজয় রাজ, সানন্দ ভার্মা, ম্রুনাল ঠাকুর, নমিত দাশ এবং অভিষেক দুহান। ফিল্মটির প্রথমদিনের আয় ৯০ লক্ষ রুপি। সপ্তাহান্ত পর্যন্ত আয় ৪.০৫ কোটি রুপি। ‘বাত্তি গুল মিটার চালু’র আয় সপ্তাহান্ত পর্যন্ত ৩৭.২৬ কোটি রুপি। ‘স্ত্রী’র আয় একই সময় পর্যন্ত ১২৫.৫৭ কোটি রুপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিল্ম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ