Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানের ওপর অবরোধ স্থগিতের নির্দেশ জাতিসংঘ আদালতের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৮, ৫:৩০ পিএম

ইরানের ওপর থেকে কয়েকটি অবরোধ স্থগিত রাখার জন্যে যুক্তরাষ্ট্রকে নির্দেশ দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। সোমবার জরুরী মানবিক পণ্য ও বেসামরিক বিমান চলাচলের সঙ্গে সম্পর্কিত জিনিসের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার নির্দেশ দেয় জাতিসংঘের আদালত।
ওয়ার্ল্ড কোর্ট হিসেবে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কে সাময়িকভাবে অবরোধ স্থগিত করার জন্য যুক্তরাষ্ট্রকে নির্দেশ দেয়ার আবেদন জানিয়েছিল তেহরান।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ বিষয়ক মামলাটি পূর্ণ শুনানি শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে। এই সময়কালে অবরোধ স্থগিত রাখার আবেদন জানায় ইরান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যান গত মে মাসে। চুক্তিতে স্বাক্ষরকারী যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন, জার্মানি ও ইউরোপিয়ান ইউনিয়নের আপত্তি সত্ত্বেও ট্রাম্প তার সিদ্ধান্তে অটল থাকেন এবং ইরানের ওপর একের পর এক অর্থনৈতিক অবরোধ আরোপ করেন।
ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি এখনও ইরানের পরমাণু চুক্তিটি কার্যকর রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সূত্র: আল-জাজিরা।



 

Show all comments
  • নাম ৩ অক্টোবর, ২০১৮, ৫:৩৭ পিএম says : 0
    ডোনাল টাম হলো মুসলিম বিশ্বের প্রধান দুশমন.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতিসংঘ আদালত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ