Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইথিওপিয়ায় জাতিগত দাঙ্গায় নিহত ৪৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৮, ৩:৫০ পিএম

হর্ন অব আফ্রিকা খ্যাত ইথিওপিয়ায় জাতিগত দাঙ্গায় কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলে গত এক সপ্তাহে জুড়ে চলা ওই দাঙ্গায় অনেক মানুষ বাড়ি ছেড়ে পালিয়েছে। খবর আলজাজিরা।
স্থানীয় কর্মকর্তারা বলছেন, দেশটির মধ্যাঞ্চলীয় ওরোমিয়া এবং পশ্চিমাঞ্চলীয় বেনিসাংগুল সীমান্তে আদিবাসী ওরোমোস ও সোমালি জাতির মধ্যে এই দাঙ্গা চলছে। বেনিসাংগুলের মানুষজন বলছেন, গত শুক্রবার পাশ্ববর্তী ওরোমিয়ার চার কর্মকর্তা এখানে এসে নিহত হওয়ার পর দুই জাতির মধ্যে উত্তেজনা শুরু হয়।
ওরোমিয়া অঞ্চলের প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, মূলত দুই জাতির তরুণদের মধ্যে এ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। উভয় দলই অস্ত্র, পাথর এবং ছুরি নিয়ে একে অপরকে আক্রমণ করছে। এ সংঘর্ষে ৭০ হাজারের বেশি মানুষ বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। এছাড়া ওই এলাকায় নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে বলেও জানান তারা।
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ দেশটির প্রথম ওরোমোস সম্প্রদায়ের নেতা। চলতি বছরের এপ্রিলে তিনি দেশটির ক্ষমতায় আসেন। এছাড়া গত মাসে দেশটির রাজধানী আদ্দিস আবাবায় জাতিগত দাঙ্গায় কমপক্ষে ৫৪ জন নিহত হয়। জাতিসংঘের সহযোগী সংস্থাগুলোর হিসাব মতে, চলতি বছরের এপ্রিলে দেশটিতে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে।
উল্লেখ্য, দেশটিতে এই দুই জাতিগোষ্ঠী আঞ্চলিক সীমানা নিয়ে দীর্ঘদিন ধরেই সংঘাতে লিপ্ত রয়েছে। উভয় জাতিই অন্য জাতির ভূমি দখলের চেষ্টা করে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ