Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাগেরহাটে ৪ রুটে বাস চলাচল বন্ধ

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৮, ১১:১২ এএম

বাসে বসে মাদক সেবন, যন্ত্রাংশ চুরিতে বাধা দেওয়ায় শ্রমিকদের মারধর করার প্রতিবাদে বাগেরহাট থেকে চারটি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিক ইউনিয়ন।

বুধবার (৩ অক্টোবর) সকালে থেকে বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়।

বন্ধ হওয়া রুট চারটি হচ্ছে বাগেরহাট-সোনাডাঙ্গা, বাগেরহাট-পিরোজপুর, বাগেরহাট-শরণখোলা ও বাগেরহাট-রুপসা।

এর আগে, মঙ্গলবার (২ অক্টোবর) রাতে বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়ন এক সভা করে এ ধর্মঘটের সিদ্ধান্ত নেয়।

ওই ইউনিয়নের সহ-সভাপতি মাসুম মোল্লা ওরফে ছোট বাবু বলেন, তিনদিন আগে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে এক মাদকসেবী মাদক সেবন করছিলেন। এ সময় বাসচালক তা দেখতে পেয়ে মাদকসেবীকে বাধা দেওয়ায় কিছু শ্রমিক তাকে মারধর করেন। বিষয়টি বাস-মালিক সমিতি এবং প্রশাসনকে জানালে তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে ধর্মঘট অব্যাহত থাকবে বলেও জানান এ শ্রমিক নেতা।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন বলেন, সমস্যার সমাধানে শ্রমিকদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাস চলাচল বন্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ