বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাতীয় পর্যায়ে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষ্যে ভোলা জেলা প্রশাসকের হলরুমে অগ্রগতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৫ টায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উন্নয়ন মেলার দায়িত্বপ্রাপ্ত ও খাদ্য মন্ত্রনালয়ের সচিব শাহাবুদ্দিন আহমেদ।এ সময় তিনি বলেন জাতির জনকের কন্যা প্রধানমস্ত্রী শেখ হাসিনার বর্তমান উন্নয়নের মডেল এখন সারা বিশ্বের কাছে রোল মডেল। গত ৯ বছরে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তা দৃশ্যমান। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু সারা দেশে উন্নয়নের উজ্জল দৃষ্টান্ত। শুধু তাই নয় দেশের রাস্তা, পুল, কালর্ভাট, শিক্ষা, স্বাস্থ্য ,যোগাযোগ, খাদ্যে দেশ এখন উন্নয়নশীল দেশের মর্যাদা স্থান করে নিয়েছে।তাই উন্নয়ন মেলার মাধ্যমে দেশের উন্নয়নে কথা সকল স্থানে প্রচার করাই উন্নয়ন মেলার মূল লক্ষ্য। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিকির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডিডিএলজি মাহমুদুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বলরাম কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা মোঃ আহসান কবির সহকারী প্রকৌশলী সুমন মুন্সী সহ সকল স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।সভার পরে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক সাংবাদিকদেরকে আগামী ৪ অক্টেবরের যে উন্নয়ন মেলা হবে সে সম্পর্কে প্রেস ব্রিফং করে বলেন সরকারের উন্নয়নকে প্রচার করাই এ মেলার মূল লক্ষ্য। সে ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অগ্রগণ্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।