Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উখিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী চাকুরি ও দক্ষতা উন্নয়ন মেলা

বিশেষ সংবাদদাতা , কক্সবাজার | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৯, ৬:৩৯ পিএম

মিয়ানমারের আরাকান থেকে পালিয়ে বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া-টেকনাফ ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু এলাকায় আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। এদের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনসাধারণকে রোহিঙ্গা ক্যাম্পে চাকরি দেয়ার লক্ষে সরকার ৬ জুলাই শনিবার আয়োজন করেছে চাকুরি ও দক্ষতা উন্নয়ন মেলা।

স্থানীয়দের অভিযোগ ছিল রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত শতাধিক এনজিওতে বিদেশীসহ কক্সবাজারের বাইরের হাজার হাজার মানুষ চাকরি পেলেও স্থানীয়রা এক্ষেত্রে পিছিয়ে। অথচ রোহিঙ্গাদের কারণে স্থানীয়রাই বেশী ক্ষতিগ্রস্ত। বিষয়টি বিবেচনায় এনে সরকার এই উদ্যোগ নিয়েছে বলে জানাগেছে।

এই চাকুরি ও দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত হচ্ছে শনিবার ৬ জুলাই উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। কক্সবাজার জেলায় কর্মরত জাতিসংঘের সংস্থাসমূহ এবং দেশী -বিদেশী এনজিও এর সহায়তায় কক্সবাজার জেলা প্রশাসন দিনব্যাপী এই চাকুরি ও দক্ষতা উন্নয়ন মেলার আয়োজন করছে।

শনিবার ৬ জুলাই সকাল ১০ টায় চাকুরি ও দক্ষতা উন্নয়ন মেলার উদ্বোধন করবেন এনজিও ব্যুরোর মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব কে.এম.আবদুস সালাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোঃ আবুল কালাম এনডিসি (অতিরিক্ত সচিব), কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম, ইন্টারসেক্টর কো-অর্ডিনেটর গ্রুপ (আইএসসিজি)-এর সিনিয়র কো-অর্ডিনেটর মিস নিকুল এপটিং, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এবং উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নিকারুজ্জমান চৌধুরী চাকুরি ও দক্ষতা উন্নয়ন মেলা আয়োজনের প্রস্তুতির বিষয়ে বলেন, চাকুরি মেলায় রোহিঙ্গা শরনার্থী ক্যম্পে কর্মরত বিভিন্ন এনজিও’র ৭৩টি স্টল থাকবে।

এছাড়া মেলায় দুই শতাধিক চাকুরি প্রার্থীর চাকুরী ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। শুক্রবার ৫ জুলাই বিকেল ৪ টা পর্যন্ত অনলাইনে এনজিওতে চাকরি প্রার্থীদের আবেদন গ্রহণ করা হয়েছে। আবহাওয়া প্রতিকূল হলেও মেলার প্রায় শতভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

এই চাকুরি ও দক্ষতা উন্নয়ন মেলা উপলক্ষে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এক ভিডিও বার্তায় বলেছেন-মায়ানমার থেকে আগত বলপূর্বক বাস্তুচ্যূত রোহিঙ্গার কারণে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠী ও পরিবেশ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই চাকুরির ক্ষেত্রে যোগ্যতাসম্পন্ন স্থানীয় জনগোষ্ঠীর অগ্রাধিকার পাওয়ার বিষয়টি খুবই যৌক্তিক এবং তাদের চাহিদার বিষয় বিবেচনায় রেখে চাকুরি ও দক্ষতা উন্নয়ন মেলা আয়োজন করা হচ্ছে। এই চাকুরি মেলায় ওরিয়েন্টেনশন প্রোগাম, ওয়ার্কশপ ও স্পট রিক্রুটমেন্টের ব্যবস্থা থাকবে বলে ভিডিও বার্তায় উল্লেখ করা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের নিজস্ব ফেসবুক পেইজে প্রদত্ত এই ভিডিও বার্তায় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন কক্সবাজার জেলার চাকুরি প্রত্যাশী সকলকে উক্ত মেলায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাকুরি ও দক্ষতা উন্নয়ন মেলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ