Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ায় হামলা ছিল প্রতিশোধের প্রথম পর্ব -ইরান সেনাপ্রধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৮, ৯:৪৭ পিএম

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর ওপর সোমবার যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তা ছিল সন্ত্রাসীদের মদদদাতাদের বিরুদ্ধে প্রতিশোধের প্রথম পর্ব।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সিরিয়ার ফোরাত নদীর পূর্ব উপকূলে সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থানে হামলা চালানোর পর জেনারেল বাকেরি একথা বললেন। তিনি বলেছেন, আহওয়াজের সামরিক কুচকাওয়াজের ওপর সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতিশোধে সোমবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়। জেনারেল বাকেরি এ অঙ্গীকারও করেছেন যে, আরো কয়েক পর্বে প্রতিশোধ নেয়া হবে।
তিনি বলেন, দীর্ঘ পথ পেরিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সন্ত্রাসীদের অবস্থান আঘাত হেনেছে এবং এসব হামলায় শীর্ষ পর্যায়ের কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে। তিনি বলেন, ইরানের জনগণের নিরাপত্তা দেশের সর্বোচ্চ নেতা, সশস্ত্র বাহিনী ও শাসন ব্যবস্থার কাছে ‘রেড লাইন’ বলে গণ্য হয়- তা এই হামলার মাধ্যমে পরিষ্কার করা হয়েছে।
সন্ত্রাসীদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়া হয়েছে তাতে সন্তোষ প্রকাশ করে জেনারেল বাকেরি বলেন, আশা করা যায় সন্ত্রাসীরা আর এ ধরনের হামলার চিন্তাও করবে না। সূত্রঃ পার্সটুডে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান সেনাপ্রধান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ