মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সউদি আরবের পানি ও বিদ্যুৎমন্ত্রী আবদুল্লাহ আল হোসেইনকে বরখাস্ত করা হয়েছে। পানির দাম বাড়ানো নিয়ে মতদ্বৈতা সৃষ্টির কারণে তাকে সরে যেতে হয়েছে। কৃষিমন্ত্রী আবদুল রাহমান আল ফাদলিকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওই মন্ত্রণালয়ও দেয়া হয়েছে। এ রাজকীয় ডিক্রিতে এ তথ্য জানানো হয়েছে। অর্থনৈতিক সংস্কারের দায়িত্বে থাকা ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান চলতি সপ্তাহে বলেছিলেন, পানির কর বাড়ানোটা পরিকল্পনা বাস্তবায়নের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। অর্থনৈতিক সমস্যার কারণে সউদি আরব এখন বিদ্যুৎ ও পানির ঘাটতি কমাতে চাইছে। কিন্তু রাজনৈতিক স্পর্শকাতর বিবেচনায় সেটা বাস্তবায়ন খুবই কঠিন ব্যাপার। কয়েক বছরের মধ্যে গত ডিসেম্বরে জাতীয় বাজেটের সময় প্রথমবারের মতো পেট্রোলের দাম বাড়ানো হয়। দেশটিতে বিদ্যুতের চাহিদা ১০ ভাগ করে বাড়ছে। তেল দিয়েই দেশটিতে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই খাতে চাহিদা কম থাকলে তেল বিক্রি আরো বাড়ানো যেত। রিয়াদ পরমাণু এবং নবায়নযোগ্য জ্বালানি প্লান্ট বসানোর পরিকল্পনা করছে। তবে তা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। গালফ নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।