Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল্লাহ ও জনগণ ছাড়া কারও কাছে নতিস্বীকার করবো না : নওয়াজ

প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের প্রভাবশালী সেনাবাহিনী প্রধান জেনারেল রাহিল শরিফকে উদ্দেশ করে সে দেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, আমি আল্লাহ আর জনগণ ছাড়া কারও কাছে নতিস্বীকার করবো না। ঈানামা পেপারস কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর দু’জনের মধ্যে স্নায়ুযুদ্ধ শুরু হওয়ার প্রেক্ষিতে এ ধরনের কড়া কথা বললেন প্রধানমন্ত্রী। গত শুক্রবার আকস্মিকভাবে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে নওয়াজ শরিফ তাকে নড়ানোর উদ্দেশ্যে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দেন। তিনি বলেন, আমি কেবল আল্লাহ ও জনগণের কাছে জবাবদিহিতা করতে দায়বদ্ধ। আর পানামা পেপারসে অর্থ কেলেঙ্কারির যে অভিযোগ উঠেছে, তার তদন্তে সহযোগিতা করতেও প্রস্তুত আমি। নওয়াজ ও তার বেশ ক’জন স্বজন দুর্নীতির আশ্রয় নিয়ে বিদেশে অর্থ গচ্চা রেখেছেন বলে সম্প্রতি ফাঁস হওয়া পানামা পেপারসে অভিযোগ ওঠার পর পরই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সেনাপ্রধানের অবস্থান স্পষ্ট হয়ে পড়ে। এরমধ্যে দুর্নীতির অভিযোগে গত বৃহস্পতিবার ১২ শীর্ষ সেনা কর্মকর্তাকেও বরখাস্ত করেন জেনারেল রাহিল শরিফ। বরখাস্ত আদেশের দু’দিন আগেই তিনি একটি অনুষ্ঠানে বলেন, দুর্নীতি নির্মূল করা ছাড়া সন্ত্রাসের বিরুদ্ধে বিজয় সম্ভব নয়। পাকিস্তানের সমৃদ্ধি, সার্বভৌমত্ব ও অখ-তার স্বার্থে সর্বক্ষেত্রেই জবাবদিহিতা দরকার। সেনাপ্রধানের এই পদক্ষেপ ও বক্তব্যের প্রতিক্রিয়ায় সরকারের মন্ত্রী ও বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন প্রধানমন্ত্রী। সেসব বৈঠকে নওয়াজ বলে যাচ্ছেন, প্রয়োজনে এই অভিযোগ তদন্তের জন্য তিনি প্রস্তুত। পানামা পেপারসে নাম ওঠার পর থেকে সেনাবাহিনীর পাশাপাশি তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান সাবেক ক্রিকেটার ইমরান খান ছাড়াও বিরোধী দলের অনেক নেতারও সমালোচনার মুখোমুখি হচ্ছেন নওয়াজ। এই বেকায়দা অবস্থার মধ্যেই শুক্রবার ভাষণটি দেনন তিনি। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আল্লাহ ও জনগণ ছাড়া কারও কাছে নতিস্বীকার করবো না : নওয়াজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ