Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাওসকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে লাওসকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ জাতীয় দল। গতকাল রাতে সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারায় লাওসকে। বিজয়ী দলের হয়ে বিপলু আহমেদ একমাত্র জয়সূচক গোলটি করেন।

বেশ ক’বছর ধরেই ধারাবাহিক ব্যর্থতায় ছিলো জাতীয় দল। ব্যর্থতা কাটানোর চমৎকার সুযোগ হাতের নাগালে পেয়েও তা কাজে লাগাতে পারেনি তারা। গত মাসে সাফ সুজুকি কাপের গ্রুপ পর্বে ভুটান ও পাকিস্তানকে হারালেও শেষ ম্যাচে নেপালের বিপক্ষে হেরে যায় জামাল ভূঁইয়া বাহিনী। তবে তারা প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, সাফে ব্যর্থ হলেও বঙ্গবন্ধু গোল্ডকাপে ঠিকই জ্বলে উঠবেন। এমন প্রতিজ্ঞা নিয়েই কাল টুর্নামেন্টের গ্রুপ পর্বে মাঠে নামেন ওয়ালী ফয়সাল-তপু বর্মণরা। আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েই লাওসের বিপক্ষে জয় তুলে নেন তারা। তবে ম্যাচে অসংখ্য সুযোগ সৃষ্টি করেও ফরোয়ার্ডদের শেষটা ভালো ছিলো না বলেই বড় ব্যবধানের জয় আসেনি। স্বাগতিকদের ম্যাচ দেখতে খেলার আগেই স্টেডিয়ামের গ্যালারী দর্শকপূর্ণ হয়ে যায়। সিলেট জেলা স্টেডিয়ামের গ্যালারিতে দর্শক ধারণ ক্ষমতা ২৫ হাজার। স্টেডিয়ামের কাউন্টারে ২৮ সেপ্টেম্বর থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার ফলে কাল ম্যাচের দিন চাপ বেশি ছিল।

ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেললেও স্বাগতিকরা প্রথমার্ধে গোলের দেখা পায়নি। আক্রমণভাগের দুই খেলোয়াড় নাবীব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফিল একের পর এক সহজ সুযোগগুলো নষ্ট করায় হতাশ হয়ে উঠছিলেন গ্যালারির প্রায় ২৫ হাজার দর্শক। ম্যাচের ৫৯ মিনিটে স্বস্তি ফিরে বাংলাদেশ শিবিরে। এসময় একমাত্র জয়সূচক গোলটি করেন বিপলু।

বাংলাদেশ এগিয়ে যেতে পারত ১১ মিনিটেই। ডিফেন্ডার ওয়ালি ফয়সালের লম্বা পাস ধরে বাম দিক দিয়ে ঢুকে শট নিয়েছিলেন জীবন। বল ক্রসবারে ঘেষে বাইরে চলে যায়। ২৩ মিনিটে জীবনের ক্রসে ফাঁকায় দাঁড়িয়েও বলে মাথার সংযোগ ঘটাতে পারেননি রবিউল হাসান। ২৫ মিনিটে বক্সে লাওসের গোলরক্ষককে একা পেয়েও বল বাইরে মারেন মাহবুবুর রহমান সুফিল। ৩৬ মিনিটে পাল্টা আক্রমণ থেকে লাওসের বউনকংয়ের শট ডান দিকে ঝাপিয়ে লুফে নেন বাংলাদেশের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। বিরতির পর ৪৭ মিনিটে সুফিল আবার সহজ মিস করেন। বক্সের সামনে থেকে তিনি বল মারেই বাইরে।

প্রত্যাশিত গোলটি আসে ৫৯ মিনিটে। জীবনের বাঁকানো শট গোলরক্ষক শট ফিরিয়ে দিলে ফিরতি বলে শট নেন সুফিল। এবারও লাওসের গোলরক্ষক ঠেকিয়ে দেন। তবে বল পোস্টের সামনেই পড়ে। সমানে দাঁড়ানো বিপলু শট নিলে লাওসের গোলরক্ষকের পায়ে লেগে বল জালে জড়ায় (১-০)। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। এর আগে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন ও পৃষ্ঠপোষক কে-স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ করীম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ