Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডকে বিধ্বস্ত করে প্রস্তুতি শেষ যুবাদের

প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অবতীর্ণ হবে এবার বাংলাদেশ যুবারা। ওয়েস্টইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০তে হোয়াইট ওয়াশ করার পর ওয়ার্ম আপ ম্যাচে জিম্বাবুয়েকে ৬৩ রানে হারিয়ে হাওয়ায় উড়তে থাকা যুবারা বিধ্বস্ত করেছে গতকাল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকেও। আগামীকাল যে ভেন্যুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দ. আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক দল, সেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৯৭ রানের বিশাল ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
প্রথম ওয়ার্ম ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তকে বিশ্রামে রেখে খেলেছে বাংলাদেশ যুবারা শেষ অনুশীলন ম্যাচ। মাথার চোট থেকে সেরে ওঠা বাঁ হাতি স্পিনার শাওন গাজীকে ফিরিয়ে এনেছে টীম ম্যানেজমেন্ট এই ম্যাচে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের উপরের সারির ৫ ব্যাটসম্যান করেছে হতাশ। মাত্র ১ রানে ফিরে গেছেন অধিনায়ক মিরাজ। স্কোরশিটে ৬২ উঠতে ৪ ব্যাটসম্যানের ফিরে যাওয়ার পরও চ্যালেঞ্জিং পুঁজি (২৪৬/৮) পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৬ষ্ঠ জুটিতে শফিউল হায়াত-জাকের আলীর ৬৭ রান এবং ৭ম জুটিতে শফিউল হায়াত-সফিউদ্দিনের ৬৬ রানে ইংল্যান্ডকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে পেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ম্যাচ উইনিং ৬১’র পর গতকাল শফিউল হায়াত করেছেন ৮৯ বলে ৬৮ রান। যে ইনিংসে ছিল ৬টি চার এবং ১টি ছক্কা। ৩৫ বলে ৭ টি চারের সাহায্যে ৪৬ রানের হার না মানা ইনিংস সেখানে উপহার দিয়েছেন লোয়ার অর্ডার সফিউদ্দিন।
এই ম্যাচে বাংলাদেশ যুবারা হেসেছে স্পিনে। নুতন বলে অফ স্পিনার মেহেদী মিরাজের ভয়ংকর বোলিংয়ে (৮-১-১২-৩) স্কোরশিটে ১৫ উঠতে ৪ ব্যাটসম্যান হারানোয় ম্যাচ থেকে ছিটকে পড়ে ইংলিশ যুবরা। উপরের সারির ৪ ব্যাটসম্যানের মধ্যে একজন ছাড়া অন্য কেউ দেখেননি রানের মুখ! বিপর্যয়ের মুখে পড়ে হারের ব্যবধান কমানোর যুদ্ধ করেছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। ইনিংস টেনে নিয়েছে তারা ১৪৯/১০ পর্যন্ত। ৫ম জুটির ৫৬ রানের ফলে সম্ভব হয়েছে তা। বাঁ হাতি স্পিনার মেহেদী হাসান রানা দিয়েছেন আস্থার প্রতিদান (৩/১৪)।
২টি অনুশীলন ম্যাচের দু’টিতেই বড় জয়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে এমন অনুশীলনে দারুন কিছুর ভরসা পাচ্ছেন কোচ মিজানুর রহমান বাবুলÑ‘মূল ট’র্নামেন্টের আগে এরকম একটি জয় খুব দরকার ছিল। এখন ছেলেরা পুরোপুরি আত্মবিশ্বাস নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে পারবে। গ্রæপ রাউন্ডে সব ক’টি ম্যাচ জিততে হবে, তার জন্য যতোটা চাঙ্গা হওয়ার দরকার ছিল, ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সেইড মনোবল পেয়েছে ছেলেরা।’
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ২৪৬/৮ (৫০.০ ওভারে), সাইফ ১২, পিনাক ১৪, জয়রাজ ২২, জাকির ২৪, মেহেদী মিরাজ ১,হায়াত ৬৮, জাকের ৩৬,সফিউদ্দিন ৪৬ (অপ.), সাইদ সরকার ১৩, মেহেদী রানা ০ (অপ.), মাহমুদ ২/২৪, টেলর ২/২৫, লরেন্স ২/৫৫।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ : ১৪৯/১০ (৪৮.১ ওভারে), টেলর ৩৬, কুররান ২৯, ডেভিস ৪১, সফিউদ্দিন ২/১৭, মেহেদী মিরাজ ৩/১২, মেহেদী রানা ৩/১৪, শাওন গাজী ১/৪৩, আরিফুল ১/২০।
ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৯৭ রানে জয়ী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইংল্যান্ডকে বিধ্বস্ত করে প্রস্তুতি শেষ যুবাদের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ