Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে হবে

চরফ্যাশনে উপমন্ত্রী জ্যাকব

চরফ্যাশন (ভোলা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসায় দেশের পরিবর্তন ঘটেছে। প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। মানুষ শান্তিতে বসবাস করছে। কাজের লোক এখন আর খুঁজে পাওয়া যায়না। প্রতিটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করেছে। বিশে^র কাছে উন্নয়নশীল দেশ হিসাবে রূপান্তিত হয়েছে। তাই ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়তে শেখ হাসিনা সরকারকে আবার ক্ষমতায় বসাতে হবে। গতকাল সোমবার চরফ্যাশন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে খাদ্য সংরক্ষণের জন্যে পারিবারিক “সাইলো” বিতরণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন।
উপজেলা ঘূর্ণিঝড় কর্মসূচির সহকারী পরিচালক মোকাম্মেল হকের সঞ্চালনায়, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। ঘাতকরা তার স্বপ্ন পূরন করতে দেয়নি। ৭৫‘সালের ১৫ আগস্ট স্ব-পরিবারসহ নির্মমভাবে হত্যা করা হয়েছে। শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশ থাকায় বেঁচে গিয়েছেন। আজ তার স্বপ্ন সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করতে যাচ্ছেন। এসময় বিশেষ অতিথি ছিলেন, খাদ্য সচিব শাহবুদ্দিন আহম্মেদ। উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক রেজউল করিম, খাদ্য বিভাগের বিভাগীয় ডিসিপুড রেজা মহাসীন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ ও খাদ্য কর্মকর্তা শেখ মোহাম্মদ জাহেদুল ইসলাম প্রমুখ। আর আগে ৩ কোটি টাকা ব্যয়ে মিয়াজানপুর ফাজিল মাদ্রাসায়, চর নাজিম উদ্দিন মাধমিক বিদ্যালয়, আমিনাবাদ ইসলামিয়া দাখিল মাদরাসা ও আমিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়েল ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তুর শুভ উদ্বোধন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উন্নয়ন

২৩ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
২৮ অক্টোবর, ২০২২
২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ