Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মাইনসুইপার সংকটে ভারতীয় নৌবাহিনী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৮, ৬:৪০ পিএম

বিশাল উপকূলভাগ নিরাপদ রাখার জন্য ভারতীয় নৌবাহিনীর অন্তত ১২টি মাইনসুইপার প্রয়োজন, আছে মাত্র দুটি। নৌ বাহিনীর এসিসটেন্ট চিফ অব মেটেরিয়াল রিয়ার এডমিরাল রাজারাম স্বামিনাথন এ কথা জানান। জরুরিভিত্তিতে নৌবাহিনীর মাইনসুইপার প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
মাইনসুইপার হলো ছোট আকারের যুদ্ধজাহাজ যা পানির নীচে শত্রুর পেতে রাখা মাইন খুঁজে বের করে ধ্বংস করে। জ্বালানি তেলসহ জরুরি পণ্য পরিবহনের জন্য সমুদ্রপথ ও বন্দর নিরাপদ রাখার জন্য এগুলো মোতায়েন করা হয়।
শুক্রবার নৌবাহিনীর একটি ফুয়েল বার্জ উদ্বোধন অনুষ্ঠানের ফাঁকে তিনি জানান যে, “একটি বিদেশী মাইনসুইপার নির্মাতা প্রতিষ্ঠানের সহযোগিতায় সরকারের প্রতিরক্ষা পিএসইউ গোয়া শিপইয়ার্ড লি. (জিএসএল) মাইনসুইপার তৈরি করবে বলে একটি প্রক্রিয়া রয়েছে।”
১২টি মাইনসুইপারের জন্য ৩২,০০০ কোটি রুপি’র এই প্রকল্পে একজন বিদেশী সহযোগী খোঁজ করছে সরকার। এই জাহাজগুলো প্রধান কাজ হচ্ছে সব ধরনের মাইনের অবস্থান চিহ্নিত, প্রকৃতি নির্ণয় ও ধ্বংস করা।
মাইনসুইপার সংগ্রহে বিলম্বের জন্য গত বছর সংসদের প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটি সরকারের সমালোচনা করে এবং নৌবাহিনীর সামর্থ্যে ঘাটতি পূরণের জন্য চেষ্টা চালাতে বলে। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলে ১২টি বড় এবং বেশ কিছু ছোট ও মাঝারি আকারের বন্দর রয়েছে। সূত্রঃ টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাইনসুইপার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ