Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৮, ২:৩৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা এলাকায় নওশাদ আলী (৬৩) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকাল ৮টার সময় নয়ালাভাঙার বাবুপুর মিরাটুলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হল- একই এলাকার মৃত আশরাফ আলী মন্ডলের ছেলে। নিহতের মেয়ে নাসরিন খাতুন জানায়, সোমবার সকালে কৃষি কাজের জন্য নিজ বাড়ি হতে ট্রলি বের করছিল নওশাদসহ তার পরিবারের সদস্যরা। এ সময় নওশাদের মামাতো ভাই জাহাঙ্গীর আলম, নাসিম ও মুক্তার এতে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে নওশাদ আলীকে লাঠি দিয়ে মারধর করে জাহাঙ্গীর, নাসিম ও মুক্তার। এতে গুরুত্বর আহত হন নওশাদ আলী। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রানিহাটি বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো প্রেরণ করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। শিবগঞ্জ থানার এসআই জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ