রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, সাভার থেকে
ঢাকার সাভারে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত আরিফ মিয়া (২৮) সাভার পৌর এলাকার ইমান্দিপুর মহল্লার হযরত আলীর ছেলে। গতকাল রোববার ভোরে ইমান্দিপুর মহল্লায় সামছুল নাহারের বাড়ির ছাদ থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, নিহত ওই যুবকের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের চাচাতো ভাই আব্দুর রাজ্জাক জানায়, আরিফ মাদকাসক্ত ছিল। ওই বাড়িতে প্রায়ই নেশার আড্ডা বসত। তিনি ধারণা করছেন, একসাথে নেশা খাওয়ার পরে কথাকাটাকাটির জের ধরে তাকে পিটিয়ে হত্যার পর লাশটি বাড়ির ছাদের উপরে রেখে দিয়েছে দুর্বৃত্তরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।