বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কুচিয়াবাড়ি গ্রামে সন্তানদের নিষ্ঠুরতার শিকার অশীতিপর বৃদ্ধা মায়ের পাশে দাঁড়িয়েছেন লক্ষীপাশা ইউপির চেয়ারম্যান কাজী বনি আমিন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শামীম রেজা। রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষীপাশা ইউপি’র চেয়ারম্যান কাজী বনি আমিনের নেতৃত্বে ওই ইউপি’র সকল সদস্য (মেম্বর) লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বৃদ্ধা ফুজলী বেগম (৮৯)কে দেখতে যান। এ সময় তিনি বৃদ্ধার চিকিৎসার জন্য নগদ ৫ হাজার টাকা দেন। চেয়ারম্যান উপস্থিত সাংবাদিকদের বলেন, বৃদ্ধার থাকার জন্য একটি ঘর এবং যতদিন বেঁচে থাকবেন, ততদিন তাকে প্রতি মাসে ৩০ কেজি করে চাউল বরাদ্দের প্রতিশ্রুতি দেন। এদিকে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শামীম রেজা সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ওই বৃদ্ধার খোঁজ খবর নিয়ে তার হাতে কিছু পরিধেয় বস্ত্র ও প্রসাধনী তুলে দেন। লোহাগড়া রিপোর্টার্স ইউনিটি’র পক্ষ থেকেও ওই বৃদ্ধাকে আর্থিক সহযোগিতা করা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, ৪ শতক জমি নিয়ে ভাগ বন্টনের জের ধরে গত ২৬ সেপ্টেম্বর গভীর রাতে বৃদ্ধা ফুজলী বেগমকে তার ছেলে ও ছেলের বউরা বাঁশবাগানের ঝোঁপে ফেলে যায়। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর ২৭ সেপ্টেম্বর ভোরে গ্রামবাসীরা বৃদ্ধাকে উদ্ধার করে বড় ছেলে ডাকু শেখের বাড়িতে রেখে আসে। সাথে সাথে টনক নড়ে প্রশাসনের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।