Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতপার্থক্য নিরসনে আশার আলো সঞ্চার করেছে

জার্মানি সফরে ইউরোপের অন্যতম বড় মসজিদ উদ্বোধন করেন এরদোগান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগানের জার্মানি সফর দ্ইু দেশের মধ্যে বিদ্যমান নানা রকম মতপার্থক্যে আশার আলো সঞ্চার করেছে বলে মন্তব্য করেছেন। অনেক বাধার মধ্যেও একটি মসজিদ নির্মাণে সহযোগিতা করায় জার্মান সরকারকে ধন্যবাদ জানান এরদোগান। খবরে বলা হয়, জার্মানিতে ইউরোপের অন্যতম বড় একটি মসজিদ উদ্বোধন করার মধ্য দিয়ে দেশটিতে তিনদিনের সফর শেষ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান। কোলনের এই মসজিদটি শান্তির প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে বলে উদ্বোধনের পর মন্তব্য করেছেন এরদোগান। স্থানীয়দের প্রতিবাদ সত্তে¡ও মসজিদটি নির্মাণ করতে দেওয়ায় জার্মান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। প্রায় ৩০ লাখ তুর্কি জার্মানিতে বসবাস করেন। তুরস্কের সঙ্গে এদের নিবিড় যোগাযোগ আছে। এদের বিশাল একটি অংশের বাস কোলনে। এরদোগানের সফরকে সামনে রেখে শহরটিতে বড় ধরনের অভিযান চালায় জার্মান পুলিশ। শনিবার এরদোগানের মসজিদ উদ্বোধন উপলক্ষে কোলনে তার সমর্থক ও তার বিরোধী, উভয়পক্ষই জড়ো হয়েছিল। মসজিদের বাইরে সর্বোচ্চ ২৫ হাজার মানুষকে জড়ো হওয়ার অনুমতি দেওয়ার পরিকল্পনা নিলেও নিরাপত্তা শঙ্কায় পরে তা বাতিল করে শহর কর্তৃপক্ষ। কোলনের কেন্দ্রীয় এ মসজিদ একটি মুসলিম ধর্মীয় সম্প্রদায় নির্মাণ করেছে। তাদের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে জানিয়েছে বিবিসি। দুই দেশের মধ্যে সম্পর্কের উত্তেজনা কমানোই এরদোগানের এবারের জার্মানি সফরের লক্ষ্য ছিল। কিন্তু সফরকালে জার্মানির সমালোচনা করে তুর্কি প্রেসিডেন্ট তুমুল বিতর্কের জন্ম দেন। তুর্কি প্রেসিডেন্টের এ সফর ২০১৬ সালে ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার পর তুরস্কজুড়ে চালানো সরকারি নিপীড়নসহ দ্ইু দেশের মধ্যে থাকা বিভিন্ন মতপার্থক্যেও আশার আলো সঞ্চার করেছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসজিদ

১৫ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ