Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জম্মুর আকাশে পাক কপ্টার গুলি করে নামানোর চেষ্টা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ৮:১২ পিএম

জম্মু-কাশ্মীরে আকাশসীমা লঙ্ঘন করে ভারতীয় সীমানায় রবিবার একটি পাক হেলিকপ্টার ঢুকে পড়লে সেটি গুলি করে নামানোর চেষ্টা করেন সেনা জওয়ানরা। ঘটনার পরই সীমান্তে তীব্র উত্তেজনা ছড়ায়।
সীমান্তরক্ষী বাহিনী সূত্রে খবর, রবিবার দুপুরের দিকে আচমকাই একটি হেলিকপ্টার পাকিস্তানের দিক থেকে পুঞ্চ সেক্টরে ভারতীয় সীমানায় ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীকে সতর্ক করা হয়। কয়েক মিনিট পরই ভারতীয় জওয়ানরা ওই হেলিকপ্টারটিকে গুলি করে মাটিতে নামানোর চেষ্টা করেন।
পাক-ভারত উভয় দেশের স্বীকৃত বিধান অনুযায়ী, লাইন অব কন্ট্রোলের এক কিলোমিটারের মধ্যে আকাশসীমায় দুই দেশের কোনো হেলিকপ্টার ও ১০ কিলোমিটারের মধ্যে কোনো বিমান আসতে পারবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, পুঞ্চের পাহাড়ি এলাকায় সাদা হেলিকপ্টারটি উড়ছে। বিমানটিকে ভূপাতিত করার চেষ্টায় ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের ক্রমাগত গুলি ছোঁড়ার শব্দ শোনা যায়।
এনডিটিভি জানায়, স্থানীয় সময় ১২টা ১৩ মিনিটে পুঞ্চের পাহাড়ি এলাকায় প্রথম ওই হেলিকপ্টারটিকে উড়তে দেখা যায়। ভারতীয় সেনাবাহিনী হেলিকপ্টার বিধ্বংসী ছোট অস্ত্র ব্যবহার করায় সেটি পাক অধিকৃত কাশ্মিরের দিকে চলে যায়। তবে এসময় বিমান বিধ্বংসী ভারী কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি। সূত্র : এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাক কপ্টার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ