Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে নববধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুর আঞ্চলিক অফিস | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ৪:০৪ পিএম

লক্ষ্মীপুরে যৌতুকের দাবীকৃত টাকা না পেয়ে লামিয়া আক্তার ঐশি নামের এক নববধুকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী, শাশুড়ী ও ননদের বিরুদ্ধে। আজ রোববার ভোর রাতে সদর উপজেলা বশিকপুর এলাকার শেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে পুলিশ।
নিহতের পরিবারের অভিযোগ, গত ৭ মাসে আগে বশিকপুর ইউনিয়নের আমির হোসেন ছেলে আরিফের সাঙ্গে একই উপজেলার জাহানাবাদ গ্রামের আলী হোসেনের মেয়ে লামিয়ার বিয়ে হয়। বিয়ের পর ব্যবসার কথা বলে লামিয়ার বাবার কাছ থেকে ৫ লাখ টাকা দাবী করে আরিফ। এরি মধ্যে ৪ লাখ টাকা দেয়া হয় তাদের। কিছুদিন পর বাকী এক লাখ টাকা দিতে চাপ সৃষ্টি করে এবং তা দেয়ায় বিভিন্ন সময় মারধর করে স্বামী শাশুড়ী ও ননদ। রোববার রাতে যৌতুকের টাকা নিয়ে বাকবিতন্ডের এক পর্যায়ে পিটিয়ে ও গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে তাকে।

তবে ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিটিয়ে হত্যার অভিযোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ