Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফে এক কোটি টাকার ইয়াবা উদ্ধার

বিশেষ সলবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ৯:৫৬ পিএম | আপডেট : ১০:০১ পিএম, ২৯ সেপ্টেম্বর, ২০১৮

টেকনাফের সাবরাং ইউপির কাটাবুনিয়া এলাকায় একটি পোল্ট্রি ফার্মের ভিতর থেকে উদ্ধার করা হয় এক কোটি টাকা মূল্যের ইয়াবা।

২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপির নায়েক মোহাম্মদ লালন খান এর নেতৃত্বে একটি টহলদল ওই পোল্ট্রি ফার্মে অভিযান চালায়।

এসময় পোল্ট্রি ফার্মের মুরগীর নীচে বিছানো কুঁড়ো এবং ময়লা মিশ্রিত বিষ্ঠার স্তূপের নীচে একটি মোড়ানো কালো পলিথিন থেকে ১ কোটি ২০লক্ষ টাকা মূল্যমানের ৪০হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

তবে ওই পোল্ট্রিফার্মের মালিক কিংবা অন্য কাউকে এজন্য গ্রপ্তার করা হয়নি।

 ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা

১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ