Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

দেশে ফিরেই হাসপাতালে সাকিব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ঠিক যতটা ভাবা হয়েছিল তার চেয়ে গুরুতর হয়েই দেখা গেল সাকিব আল হাসানের আঙুলের চোট। দুবাই থেকে দেশে ফিরেই চোট পাওয়া বাঁ হাতের কনিষ্ঠায় সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এ অলরাউন্ডারকে। এমনকি ছোট একটি অস্ত্রোপচারও করাতে হয়েছে তাকে।
গত জানুয়ারিতে মিরপুরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলের চোটে পড়েন সাকিব। সে চোট না কাটতেই মার্চে শ্রীলঙ্কায় খেলেছেন নিদাহাস ট্রফিতে। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার পর সেই চোট আবার মাথাচাড়া দিয়ে ওঠে। দেশে ফিরে অস্ত্রোপচার করাতে চাইলেও দলের প্রয়োজনে এশিয়া কাপ খেলতে যান তিনি। কিন্তু দুর্ভাগ্য তার, শেষদিকে আর কুলিয়ে উঠতে পারেননি। মাঝ পথেই ফিরতে হয় ব্যথা বেড়ে যাওয়ায়। গত বুধবার দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। দেশে ফেরার পর অস্ত্রোপচারের ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। সেই সিদ্ধান্ত নেওয়ার আগেই হাতের অবস্থার অবনতি হওয়ায় শৈল্যবিদের ছুঁরির নীচে পড়তে হলো তাকে। আঙুলের ভেতর ইনফেকশন নেওয়ার ফলে অস্ত্রোপচার করাতে হয়েছে তার। নিজেই তার ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন সাকিব। তবে আবার দেশের হয়ে খেলার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে এ অলরাউন্ডার লেখেন, ‘হাতের ব্যথায় যখন দল ছেড়ে দেশে ফিরছি তখনও বুঝতে পারিনি এত খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। দেশে আসার পর প্রচণ্ড ব্যথা অনুভব ও হাত অস্বাভাবিক রকম ফুলে যাওয়ায় দ্রুত হসপিটালে এডমিট হয়ে একটি সার্জারি করাতে হয়েছে। আঙ্গুলের ভেতর ইনফেকশনের ফলে ৬০-৭০ সে: মি: পুঁজ বের করতে হয়েছে। আপনাদের দোয়াই খুব অল্পের জন্য বড় ধরণের বিপদ থেকে এই যাত্রায় রক্ষা পেয়েছি তবে দ্রুতই আরও একটি সার্জারি করাতে হবে। আপনাদের সকলের দোয়া প্রার্থনা করছি। আপনাদের দোয়া ও ভালবাসায় দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে পারি। ধন্যবাদ...।’

এদিকে প্রথম শিরোপার লড়াইয়ে সাকিবের সঙ্গে বাংলাদেশ দল পায়নি তামিম ইকবালকেও। এই এশিয়া কাপ থেকেই চোটে পড়ে আরো আগেই ফিরেছেন ড্যাশিং এই ওপেনার। তামিম চিকিৎসার জন্য গেছেন লন্ডনে। আজ-কালের মধ্যেই সাকিবও বিমান ধরবেন অস্ট্রেলিয়ার। তার আগে এই অলরাউন্ডারের সুস্থতা কামনা করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিক নিজের ফেসবুক পেইজে লেখেন, ‘দয়া করে আমাদের সুপার হিরোর জন্য দোয়া করবেন, সে যেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাসপাতালে সাকিব

২৯ সেপ্টেম্বর, ২০১৮
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ