Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেলের জন্মদিনে অপু বিশ্বাসের গাড়ি উপহার

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

‘ভালো কিংবা খারাপ যেকোনো সময়ে তোমার পাশে থাকব। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার বড় ভক্ত হয়ে থাকব। খুব যত্ন করে আগলে রাখব তোমাকে। শুভ জন্মদিন প্রিয় পুত্র আব্রাম খান জয়।’ কথাগুলো নিজের ভেরিফাইয়েড ফেসবুক পেজে লিখেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন ছিল গত ২৭ সেপ্টেম্বর। উপলক্ষে অপু বিশ্বাস উপহার হিসেবে ছেলের জন্য একটি টয়োটা গাড়ি কিনেছেন। অপু বিশ্বাস বলেন, আগস্টের মাঝামাঝি সাদা রঙের একটি গাড়ি কিনেছি। জয়ের দ্বিতীয় জন্মবার্ষিকী উপলক্ষে গাড়িটা কিনেছি। এটা ওর জন্মদিনে আমার পক্ষ থেকে উপহার। জয় সুন্দরভাবে বেড়ে উঠুক এটাই আমার চাওয়া। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে শাকিব খান ও অপু বিশ্বাসের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। গত বছর একটি টিভি অনুষ্ঠানে ছেলে জয়কে নিয়ে উপস্থিত হয়ে শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাস তার গোপন বিয়ের কথা সবাইকে জানান। ২০০৮ সালে ১৮ এপ্রিল শাকিব ও অপুর বিয়ে হয়েছিল। দীর্ঘদিন গণমাধ্যমের কাছে এই খবর আড়াল করে রেখেছিল ঢালিউডের জনপ্রিয় এই জুটি।



 

Show all comments
  • রফিক ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ১:১৪ এএম says : 0
    অপু বিশ্বাস ও জয়ের জন্য অনেক অনেক শুভ কামনা রইলো
    Total Reply(0) Reply
  • Tanzir ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ১:৪৭ পিএম says : 0
    শুভ জন্মদিন আব্রাম খান জয় অপু বিশ্বাস ও জয়ের জন্য অনেক অনেক শুভ কামনা রইলো ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জন্মদিন

১৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ