Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বান্জি জাম্প দিয়ে ৫০তম জন্মদিন পালন করলেন উইল স্মিথ

| প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

মার্কিন চলচ্চিত্র তারকা উইল স্মিথ গ্র্যান্ড ক্যানিয়নে একটি হেলিকপ্টার থেকে বান্জি জাম্প দিয়ে তার ৫০তম জন্মদিন পালন করেছেন। ইউটিউবে সরাসরি স্ট্রিম করা ভিডিওতে স্মিথকে গ্র্যান্ড ক্যানিয়নের আকাশে একটি হেলিকপ্টার থেকে বান্জি জাম্প (হেলি-জাম্প) করতে দেখান হয়েছে। এই সময় তার পরিবারের সব সদস্য তার পাশে ছিলেন। স্ত্রী জেডা পিঙ্কেট স্মিথ, কন্যা উইলো স্মিথ এবং পুত্র অভিনেতা জেডেন স্মিথ বানজি জাম্পের জন্য প্রস্তুতি নিতে তার পাশে ছিলেন, তারা সারাক্ষণ তাকে উৎসাহ দিয়ে গেছেন। ভিডিওতে স্মিথ জানান ১৯৭৬ সালে শিশু বয়সে ক্যাম্পার ভ্যানে করে তিনি প্রথম গ্র্যান্ড ক্যানিয়নে এসেছিলেন। কিন্তু তার উচ্চতা ভীতি তাকে সে সময় আতঙ্কিত করেছিল। তিনি জানান ভীতি বরাবরই তার শৈশবের শক্তিশালী আবেগ ছিল। বানজি বিশেষজ্ঞরা জানায় স্মিথ ৫৫০ ফুট উপর থেকে বানজি জাম্প করেন আর ২০০ ফিট অ্যাকটিভ কর্ড দিয়ে তিনি হেলিকপ্টারের সঙ্গে বাঁধা ছিলেন। মজবুত ভিত্তি থাকে না বলে হেলি –জাম্পিংকে সবচেয়ে বিপজ্জনক বানজি জাম্পিং বলা হয়। ‘মেন ইন ব্লাক’ মাসাধিককাল সোশাল মিডিয়াতে তার আসন্ন বানজি জাম্প সম্পর্কে উল্লেখ করে আসছিলেন। দুঃসাহসিক কাজে তার পরিবারের সদস্যদের পাশে থাকার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন।



 

Show all comments
  • শাজাহান ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ১:১৭ এএম says : 0
    জন্মদিনের একটি ব্যতিক্রমী উদযাপন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জন্মদিন

১৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ